শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৫৩

ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ মে) বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথেই অভিযুক্ত দোকানদার শিশুটিকে ডাক দেয়। পরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এপি