সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি সাফিনুলের আরও ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ১৯ মে ২০২৫, ১৬:৩৯

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের  নামে আটটি ব্যাংক হিসাব চালু রয়েছে। সাফিনুল ইসলাম ও  তার নামীয় ব্যাংক স্থিতি নগদায়ন করে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর করার প্রচেষ্টা করছেন। ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেকারণে, ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা অবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে ২৩ জানুয়ারি মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত

ইত্তেফাক/এনএ