ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়।
এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।
এর আগে রোববার (১৮ মে) সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে ছাত্রদল।
বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা বাধ্য হয়েছি আমাদের কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য। ৫ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকারের কারও কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের দায় শিকার করেনি।
আর নিরাপত্তার গাফিলতি রয়েছে, তা স্বীকার করছে না। তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারেনি। তারা সাম্যের হত্যার বিচার করবে কিনা। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মসূচির সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পূর্ণ সমর্থন জানাচ্ছি।
গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।