সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঢাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের দ্বাদশ অধিবেশন শুরু ২৯ মে

আপডেট : ১৯ মে ২০২৫, ২১:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিউমুনা) উদ্যোগে ১২তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন’। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো- ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।’  আগামী ২৯ মে শুরু হয়ে এই সম্মেলন চলবে ১ জুন পর্যন্ত।

সোমবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে ডিউমুনা সভাপতি নওশিন ফাতমি বলেন, প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলন থেকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক ভবিষ্যতের বার্তা দেয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় নিত্য পরিবর্তিত বিশ্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্যের অবসান ঘটিয়ে সকলের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকরণের ওপর গুরুত্ব আরোপ করা হবে আসন্ন এই সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিউমুনার সাধারণ সম্পাদক সালেহ্ বিন অনাবিল, সহ-সভাপতি নাজিফা আনজুম, প্রচার সম্পাদক তাহজিন মুনির এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বর্ণা সাহা।

জানা যায়, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে একজন শিক্ষার্থীর যে সকল দক্ষতাগুলো অর্জন করা আবশ্যক, সেগুলোর প্রতিটিই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করা সম্ভব। সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা, উপস্থাপন দক্ষতা, কূটনৈতিক পারদর্শিতা, তথ্য অনুসন্ধান, কনটেন্ট লেখা, আনুষ্ঠানিক বিতর্ক- এ দক্ষতাগুলো ভালোভাবে রপ্ত করার জন্য রয়েছে অবারিত সুযোগ।

তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের এবারের অধিবেশনে অংশগ্রহণ করবেন সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫০০ জনেরও বেশি প্রতিনিধি। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলো থেকেও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নওশিন ফাতমি মোট ১১টি কমিটির কথা উল্লেখ করেন। যেখানে ৬টি কমিটি এবার নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
কমিটিগুলো হলো- জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৫৪০ কমিটি, জাতিসংঘের অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশন, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স।

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় এই সংগঠনটি ২০১২ সাল থেকে প্রতিবছর অত্যন্ত সাফল্যের সঙ্গে শিক্ষামূলক এই অধিবেশনের আয়োজন করে আসছে। বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা নিয়ে আলোচনা, বিতর্ক ও সমাধান প্রণয়নের মাধ্যমে আগত শিক্ষার্থীরা নিজেদের পারদর্শিতা প্রমাণে সচেষ্ট থাকে চার দিন ব্যাপী সম্মেলনে।

ইত্তেফাক/এমএএস