বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগাররা। ২০৫ রানের পুঁজি নিয়ে হারের কারণ হিসেবে রান আউট মিস, ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংকে দায়ী করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
‘অবিশ্বাস্য’ হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, 'দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ, আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।'
দলের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে টাইগারদের কোচ বলেন, 'আমি এটা নিয়ে আগামীকাল (আজ) চিন্তা করবো। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।'
এ দিকে ম্যাচ হারের কারণ হিসেবে শিশিরকে দায়ী করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা (আরব আমিরাত) শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’