শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

জাপানি টেকনোলজির ফুটবল থাইল্যান্ড থেকে আসবে বাংলাদেশে  

আপডেট : ২০ মে ২০২৫, ১৪:৫৬

জাপানের ফুটবল উৎপাদনকারী প্রতিষ্ঠান মলটেন বাফুফের অফিশিয়াল পার্টনার হয়েছে। গতকাল দুপুরে বাফুফে ভবনে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে তিন বছরের জন্য মলটেন ফুটবল সরবরাহ করা হবে। প্রতি বছর ৪ হাজার ফুটবল দেবে মলটেন। এর মধ্যে ২ হাজার কিনতে হবে আর ২ হাজার ফুটবল কিনতে হবে না। সেগুলো টাকা ছাড়াই পাবে বাফুফে। আর ২ হাজার ফুটবল কিনতে হলেও সেটি সাশ্রয়ী মূল্যে পাবে। এভাবে তিন বছরে বাফুফের বড় অঙ্কের টাকা বেঁচে যাবে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ২ হাজার ফুটবল ফ্রি পাওয়া গেলে ৫০ লাখ টাকা বেঁচে যাবে। 

বাফুফেকে প্রতি বছর কয়েক কোটি টাকার ফুটবল কিনতে হয়। আনুমানিক প্রতি বছর ৪ হাজার ফুটবল প্রয়োজন পড়ে। জাতীয় দলের খেলা, লিগের খেলাসহ ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা বছর জুড়ে থাকেই। এর জন্য কয়েক ধরনের ফুটবল কিনতে হয়। ফিফা থেকে এই অর্থ আসে। কিন্তু ফুটবল কিনতে বাফুফে যে পরিমাণ অর্থ ব্যয় করে আসছিল, সেটা নতুন করে বিবেচনায় এনে অর্থ সাশ্রয় করতে নতুন প্রক্রিয়া সাজিয়েছে। 

গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, তারা ফুটবল কেনার জন্য চারটি কোম্পানির সঙ্গে কথা বলেছিলেন। কেউ ৫০০ ফুটবল ফ্রি দিতে চেয়েছিল। আর জাপানের মলটেন দিতে চেয়েছিল ১ হাজার। পরে সেটি বাড়িয়ে দেড় হাজার করা হয় এবং সব শেষে ২ হাজার ফুটবল ফ্রি দেওয়ার কথা জানালে বাফুফে মলটেন করপোরেশনের সঙ্গে চুক্তি করতে রাজি হয়। মলটেন ফুটবল উৎপাদকারী প্রতিষ্ঠান। 

মলটেন করপোরেশনের এশিয়া গ্রুপ লিডার তাকাশি ওজাকি বলেন, তারা বাংলাদেশের ফুটবল উন্নয়নে পার্টনার হতে চান। এ দেশে তাদের কার্যক্রমের আরও বিস্তৃতি লাভ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের পর জানতে চাওয়া হয়েছিল, জাপান থেকে ফুটবল আসবে কিনা? সেই প্রশ্নের জবাবে তাকাশি বলেন, 'জাপানের প্রকৌশলী কাজ করছেন। ফুটবল আসবে থাইল্যান্ড থেকে। ওখানে সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে ফুটবল তৈরি করা হয়। পাকিস্তানেও ফুটবল তৈরি করা হয়।'

ইত্তেফাক/জেডএইচ