নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাত দেড়টার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটি নাশকতার মামলায় আসামি হিসেবে মীর মেহেদী হাসানের নাম রয়েছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মাগুরা জেলায় ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। আগস্টের পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। গতকল ঢাকা থেকে বাসে মাগুরায় আসছিলেন তিনি। পরে রাত দেড়টার দিকে পারনান্দুয়ালী এলাকায় বাস থেকে নামলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গত ৪ আগস্ট ঢাকা রোড এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরদ্ধে। মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন ওই ঘটনায় নিহত হন।
পরে, গত ১৩ আগস্ট নিহত রাব্বির ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ আরও ১৩ জনের নাম উল্লেখ করা হয়। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ২১ আগস্টে ফরহাদ হোসেনের হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। যেখানে অভিযুক্ত করা হয়েছে ৬৯ জনকে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন মীর মেহেদী হাসান রুবেল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোয় তদন্ত অব্যাহত রয়েছে।