বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ 

আপডেট : ২০ মে ২০২৫, ১৬:১৪

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কেটে গেছে। পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে তিন ম্যাচ। দুবাইয়ে গতকাল রাতে শারজাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনও উপস্থিত ছিলেন। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এদিকে, বাংলাদেশ দলও এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির মাঝপথে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে বিসিবির অনুরোধে। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে।

ইত্তেফাক/জেডএইচ