বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নেত্রকোনায় বেড়িবাঁধের ডোবায় ভাসছিল যুবকের মরদেহ

আপডেট : ২২ মে ২০২৫, ১৩:২১

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ধলা পশ্চিমপাড়া এলাকায় বেড়িবাঁধের পাশে একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধের উত্তর পাশে ধলা পশ্চিমপাড়া এলাকায় একটি ডোবায় পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এপি