বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি রিজভীর

আপডেট : ২২ মে ২০২৫, ১৪:৩৪

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, 'রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। অথচ মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন।'

তিনি আরও বলেন, 'অবিলম্বে ড. খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন, তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ।'

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, 'এই রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাতে জড়াতে চাইছে। কিছু উপদেষ্টার বক্তব্যেও বোঝা যাচ্ছে, তারা যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়।'

ইত্তেফাক/টিএইচ