কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে রাই-সুন্দরী নজর কেড়েছেন একেবারে দেশি আঙ্গিকে
কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই
সিঁথিতে চওড়া লাল সিঁদুর ও সাদা বেনারসিতে অভিনেত্রীর সে লুক সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল।
অভিনেত্রীর ডিজাইনার শাড়িটি তৈরি করেছেন মণীশ মালহোত্রা।
তার গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মলহোত্রা। এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল, যাতে ছিল হিরা বসানো। সঙ্গে নজর কাড়ে রাই-সুন্দরীর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটিও।