সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অবরোধ ও বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

আপডেট : ২২ মে ২০২৫, ১৭:০১

ঢাকায় মাত্র আধাঘণ্টার টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একইসঙ্গে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের দাবিতে সকাল ১০টা থেকে তার সমর্থকরা নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একারণে এসব এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলও একই সময় শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। সংগঠনটি অভিযোগ করেছে, তাদের নেতা সাম্যর হত্যার বিচারে বিলম্ব ঘটায় তারা এই কর্মসূচি দিয়েছে। ফলে ওইসব এলাকায়ও যানজট ভয়াবহ রূপ নেয়। 

একই সময়ে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও বাটা সিগন্যালসহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, জলাবদ্ধতার কারণে বিপণিবিতানগুলোতেও পানি ঢুকে গেছে। সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বাটা সিগন্যাল এলাকায় বাসগুলো যাত্রী নামিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

এক বাসচালক বলেন, 'উত্তরা থেকে গুলিস্তান যাওয়ার কথা ছিল, কিন্তু একই জায়গায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এই অবস্থায় সারাদিনেও পৌঁছাতে পারব কি না সন্দেহ।'একজন ব্যবসায়ী জানান, জরুরি কাজে মতিঝিল যেতে চেয়েছিলেন মোটরসাইকেলে করে, কিন্তু আধাঘণ্টা ধরে মৎস্য ভবনের সামনে দাঁড়িয়ে আছেন।

গুগল ম্যাপ ও ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপ থেকে জানা গেছে, রাজধানীর মগবাজার, কারওয়ানবাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মহাখালীসহ আরও অনেক এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

ইত্তেফাক/আইএ