শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

আপডেট : ২৩ মে ২০২৫, ১২:০৭

চলতি বছরের হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ জন।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি পৌঁছানো এসব হজযাত্রী ১৪১টি ফ্লাইটে গমন করেছেন। হজ বিষয়ক হেল্প ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

এ পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

এদিকে, হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। তারা হলেন— জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২), গাজীপুরের জয়নাল হোসেন (৬০) এবং চাঁদপুরের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন হজযাত্রী। এর মধ্যে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৬ জন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

ইত্তেফাক/এনএন