শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঝালকাঠিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর

আপডেট : ২৩ মে ২০২৫, ১৫:৫৯

ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে দুই ভাইয়ের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান বলেন, রাতে আমরা সবাই আত্মীয়ের বাড়িতে যাই। কেউ না থাকায় রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকসামগ্রী, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতিবেশী জাকির হোসেন খান বলেন, রাতে ঘুমের মধ্যে হঠাৎ টিন পোড়ার শব্দ পাই। ঘুম ভাঙার পর চিৎকার চেচামেচি করে সবাইকে ডাকি। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। কিন্তু নেভানোর আগেই বাড়ির সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি