সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

২৩টি নিয়োগ পরীক্ষা ১ দিনে, বিপাকে লাখো চাকরিপ্রার্থী

আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:৩০

চাকরির নামে সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার বেকার যুবক। অনেকে পরীক্ষার ফরম পূরণে অর্থ যোগাতেও হিমশিম খায়। অথচ আজ শুক্রবার (২৩ মে) একই দিনে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষাসহ কই দিনে ২৩ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। এতে মহাবিপাকে পড়েছে আবেদন করা লাখো চাকরিপ্রার্থী। 

তারা বলছেন, অনেকেই একাধিক আবেদন করেছেন। অনেকেরই অনেকগুলো পরীক্ষা মিস হয়ে গেছে। আবার দেখা যায়, দুটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে কিন্তু যানজটের কারণে এক সেন্টার থেকে আরেক সেন্টারে গিয়ে অংশ নেওয়াও কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এটা হয়রানিমূলক ব্যাপার।

তারা মনে করছেন, এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়ে ছিলেন চরম সিদ্ধান্তহীনতায়।

নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বার তাদের। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

ইত্তেফাক/এমএএস