শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

কৌতুহলী হয়ে গলায় ফাঁস, প্রাণ গেল কিশোরের

আপডেট : ২৩ মে ২০২৫, ১৯:১১

রাজশাহীর বাগমারায় কৌতুহলের বসে গলায় ফাঁস দিয়ে আসলাম নামে (১২) এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আসলাম ওই গ্রামের আকবর হোসেন ছেলে এবং ভাগনদী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঘরের দরজা-জানালা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেয় আসলাম। কিন্তু ফাঁস দেওয়ার পরে সে চিৎকার করতে থাকে। বাড়িতে কেউ না থাকাই আশেপাশের লোকজন বাড়িতে ঢুকতে দেরি হয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে  প্রতিবেশিরা আসলামকে বাঁচানের চেষ্টা করে; ততক্ষণে তার মৃত্যু হয়। 

আসলামের মামা শামসুল ইসলাম বলেন, কয়েকদিন আগে পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর থেকেই আসলাম গলায় ফাঁস দেওয়ার বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে। পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন সময় প্রশ্ন করতো, গলায় ফাঁস দিলে আসলেই মানুষ মারা যায় কিনা। অবশেষে সে গলায় ফাঁস দিয়েই মারা গেল।

যোগীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ আব্দুল করিম বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি কৌতূহলের বসেই আসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এপি