শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

নিজ দেশে ফিরতে ক্যাম্পে সমাবেশ করল রোহিঙ্গারা

আপডেট : ২৩ মে ২০২৫, ২২:১১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। ওই সমাবেশে নিজ দেশে ফিরে যেতে বিশ্ব দরবারের সহযোগিতা কামনা করেন তারা। 

শুক্রবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উখিয়া ৭নম্বর ক্যাম্পের নৌকার মাঠ মসজিদে রো-এফডিএমএন-আরসি সংগঠনের নেতা মো. সৈয়দুল্লাহ, মাস্টার কামাল ও মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতার নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা রোহিঙ্গারা আরাকানে বছরের পর বছর নির্যাতিত হয়ে দেশ ছেড়েছি। এখন আমরা সংগঠিত হয়ে নিজ দেশে ফেরত যেতে চাই। আমরা অধিকার চাই, এক হয়ে কাজ করতে প্রস্তুত, আমরা মিয়ানমার যেতে প্রস্তুত। সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতার পাশাপাশি বিশ্ব দরবারের সহযোগিতা কামনা করছি।

এ সভায় রো-এফডিএমএন-আরসি সংগঠনের সদস্য সৈয়দুল্লাহ বলেন, ধর্মীয় কারণে এবং জাতিগত কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর আজকের এই অবস্থা। আমরা বিশ্বকে বলতে চাই, রোহিঙ্গা জনগোষ্ঠী অন্য কোনো জাতির জন্য হুমকি নয়। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঐকমত্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তাই রোহিঙ্গা সংকটকে বিশ্ব-দরবারে রিপ্রেজেন্ট করার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একজন কালেকটিভ লিডারশিপ গড়ে তোলার জোরালো আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি রোহিঙ্গা ভাই-বোনদের ভিন্ন মত আদর্শকে এক করে প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগামী করতে রো-এফডিএমএন-আরসি পুনরুজ্জীবিত হয়ে আবারও ক্যাম্পে কাজ করা শুরু করতে তাগিদ দেন এই নেতা।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, সিআইসির কাছ থেকে অনুমতি নিয়েই তারা সমাবেশ করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকাণ্ডে আমরা অনুমতি দেয় না। আজকের সমাবেশে রোহিঙ্গারা নিজ দেশে ফিরিয়ে যেতে ঐক্যবদ্ধ ভাবে কাছ করছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এপি