শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

২০২৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন রাফিনিয়া

আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:৫৩

চলমান ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। ঘরোয়া 'ট্রেবল' জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান। 

বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তি ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি। বার্সেলোনা অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। 

বিবৃতিতে বার্সা জানায়, 'বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে, যা তাকে আগামী ২০২৮ সালের ৩০ জন পর্যন্ত এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখবে।'

চুক্তি নবায়ন পর রাফিনিয়া বলেন, 'বার্সেলোনার অংশ হয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অনেক আগে থেকেই আমি পরিবারকে জানিয়েছি, এখানেই শেষ করতে চাই। যতদিন মাঠে থাকবো, সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।'

ভবিষতে বার্সার হয়ে অনেক শিরোপা জিততে চান জানিয়ে এই ব্রাজিলিয়ান উইঙ্গার আরও বলেন, 'আমি আরও গোল ও সাহায্য করতে চাই, তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো বার্সেলোনার জার্সিতে আরও অনেক শিরোপা জেতা।' 

ইত্তেফাক/জেডএইচ