শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

কলাগাছের ভেলায় খেলছিল ২ ভাই, পানিতে ডুবে মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৫, ১৮:৫৭

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃষ্টির জমে থাকা জলাশয়ের পানিতে ডুবে আবিদ (৭) ও লাবিব (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (২৪ মে) বেলা ৩টার দিকে উপজেলার শহরের অদূরে বৈরী হরিণমারী এলাকায় এই ঘটনা ঘটে। মৃত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব আব্দুল আজিজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে বাড়ির পাশে নিচু জমি জলাশয়ে পরিণত হয়। ওই জলাশয়ে শনিবার সকালে লাবিব ও আবিদ দুইজনই কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল। খেলতে খেলতে তারা ওই জলাশয়ে পড়ে যায়। পরে দুপুরের দিকে ওই দুই শিশু বাড়িতে না ফিলে আসায় স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে বেলা ৩টার দিকে ওই জলাশয় থেকে তাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 

পরে ওই দুই শিশুকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ধারণা করা হচ্ছে তারা দুইজনেই ওই ভেলা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/এপি