সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ২৪ মে ২০২৫, ২০:১৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির এই প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও রয়েছেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি। 

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা বিএনপিকে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কথা হতে পারে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা সম্পর্কেও।

ইত্তেফাক/এমএএস