সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

আপডেট : ২৪ মে ২০২৫, ২১:২৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) রাত সাড়ে  আটটার দিকে প্রতিনিধি দলটি যমুনার সামনে পৌঁছায়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বৈঠকে সাম্প্রতিক ইস্যু ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল এবং রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল যমুনায় আসেন।  

ইত্তেফাক/এমএএস