ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় একযুগ ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করার পর গোধূলিলগ্নে দুইজনই পাড়ি দিয়েছেন দুই মেরুতে। যার কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আবারও একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা ক্ষীণ। সহজভাবে বললে, আগামী বছর ফুটবল বিশ্বকাপে আবারও সবুজ গালিচায় দেখা যেতে পারে এই দুই মহাতারকাকে। সেখানেও রয়েছে যদি-কিন্তু।
তবে দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখতে এতদিন অপেক্ষা করতে নাও হতে পারে! আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপেই দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ। গেল কয়েক দিন ধরে খবর আসছে, ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন পর্তুগিজ তারকা রোনালদো। যদিও তার দল আল নাসর অর্জন করতে পারেনি টুর্নামেন্টে খেলার যোগ্যতা। আল নাসরের সঙ্গে চলতি মৌসুমে শেষ হবে রোনালদোর চুক্তির মেয়াদ। যার কারণে এই পর্তুগিজ তারকার ক্লাব বিশ্বকাপ খেলার গুঞ্জন আরও জোড়ালো হচ্ছে।
রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে গেল সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও ক্লাবের নাম উল্লেখ করা হয়েনি সেই প্রতিবেদনে। তবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে সবচেয়ে বেশি খেলার সম্ভাবনা রয়েছে রোনালদোর। কেননা মেসির ইন্টার মায়ামির সঙ্গে একই গ্রুপে রয়েছে পালমেইরাস।
ক্লাব বিশ্বকাপের জন্য ক্লাবগুলো নতুন করে খেলোয়াড় নিবন্ধন করতে পারে। সেজন্য ১ থেকে ১০ জন পর্যন্ত অতিরিক্ত ট্রান্সফার উইন্ডো চালু করেছে ফিফা। রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলার বিষয়ে আশাবাদী খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপকে মেসি-রোনালদোকে একসঙ্গে দেখা যেতে পারে কিনা। এই বিষয়ে ফিফা প্রধান বলেন, 'ক্রিশ্চিয়ানো ক্লাব বিশ্বকাপে ভিন্ন একটি দলের হয়ে খেলতে পারে। এই বিষয়ে আলোচনা চলছে। আমি মেসি এবং রোনালদোকে একসঙ্গে খেলতে দেখতে পছন্দ করবো। এবার চিন্তা করুন, তারা একই সঙ্গে টুর্নামেন্ট খেলছে। এটি হলে হবে বিশেষ কিছু।'