মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নতুন প্রকল্প হাতে নেওয়ার তেমন সুযোগ নেই: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট : ২৬ মে ২০২৫, ১৮:৫৩

বিগত সরকারের নেওয়া প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় প্রকল্প চলমান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রকল্প নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ইকোনমিক করিডর ও লজিস্টিকস উন্নয়ন: বিনিয়োগ সম্ভবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ব্যবসা-বাণিজ্য ইতিবাচক প্রভাব ফেলবে এমন অবকাঠামো তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, বিগত সরকারের নেওয়া এত বেশি প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় চলমান প্রকল্প রয়েছে, যার কারণে নতুন প্রকল্প নেওয়ার তেমন কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে পোশাক খাতের পাশাপাশি চামড়া, তথ্য প্রযুক্তি মতো খাতেও ভালো করতে হবে।   

ইত্তেফাক/জেডএইচ