শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কার্বন ফেস্টে দেশ সেরা ববি শিক্ষার্থী

আপডেট : ২৬ মে ২০২৫, ২১:৫৩

বাংলাদেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত কার্বন ফেস্ট ‘এগ্রিডিকার্বাথন-২০২৫’ এ পোস্টার উপস্থাপনায় চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম। 

গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে গত শুক্রবার (২৩ মে) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

মঞ্জুরুল ‘ফুটপ্রিন্টস টু ব্লুপ্রিন্টস: টেকসই কৃষি ও কার্বন নিউট্রালিটির পথ’ শীর্ষক গবেষণামূলক পোস্টার উপস্থাপন করে চ্যাম্পিয়ন হন। তার গবেষণায় কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ুবান্ধব কৃষি পদ্ধতি নিয়ে উদ্ভাবনী সমাধান উপস্থাপন করা হয়। তিনি ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

পোস্টার উপস্থাপনা ছাড়াও এতে ভিডিও ডকুমেন্টারি, কার্বন কোয়েস্ট ও জলবায়ু বিষয়ক নানা প্রতিযোগিতা হয়। 

চ্যাম্পিয়ন মঞ্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জন্য অত্যন্ত সম্মানের। অ্যাগ্রিডিকার্বোনাথন আমাকে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় সংলাপে অবদান রাখার এক অসাধারণ সুযোগ দিয়েছে। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ দেশের কার্বন ভবিষ্যৎ গঠনে সত্যিই পরিবর্তন আনতে পারে। 

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ গাজীপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কার্বন ফেস্টে অংশগ্রহণ করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ বাড়াবে।

ইত্তেফাক/এএইচপি