ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থান থেকে একই পরিবারের চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৫ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে সোমবার বিকেলে স্থানীয়রা বিষয়টি টের পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে গরু-ছাগল চরাতে গিয়ে কবরস্থানে চারটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন। পরে তারা কবরগুলো একই পরিবারের বলে শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে ভিড় করেন স্থানীয়রা।
দাফনকৃতদের স্বজনরা জানান, কবরস্থানে দাফন করা হয়েছিল আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ একই পরিবারের চারজনকে। তাদের মধ্যে কেউ দুই বছর আগে, কেউ দেড় বছর, কেউ চার মাস আগে মারা যান। সর্বশেষ আমিরুল ইসলামকে দাফন করা হয় প্রায় সাড়ে চার মাস আগে। এখন দেখা যাচ্ছে, খোঁড়া কবরগুলোর ভেতরে কোনো মরদেহ (কঙ্কাল) নেই।
তারা জানান, নিহতরা সবাই পাশের টেকিয়া মহেশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এসআই রহমতুল্লাহ রনি বলেন, “ঘটনাটি জানার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”