মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ মে ২০২৫, ১৫:২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে নায়েব আলী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নায়েব আলী মালিয়াট গ্রামের মৃত আব্দুল মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিকাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নায়েব আলীর সঙ্গে প্রতিবেশী ইউনুচ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। উভয়ের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলেও বিষয়টি কখনও আইনি পর্যায়ে পৌঁছায়নি। তবে মঙ্গলবার সকালে নায়েব আলী নিজ খেতে কাজ করতে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ইউনুচ ও তার দলবল অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

পরে মাঠের অন্যান্য কৃষকরা নায়েব আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, ইউনুচ ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের দাবি, ইউনুচ পূর্বেই হুমকি দিয়েছিল এবং মঙ্গলবার সকালে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি