সামার ২০২৫ সেমিস্টারে স্নাতকে এক হাজারের বেশি নতুন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বৃহস্পতিবার (২২ মে) অ্যাডমিশন্স, ফিনানশিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের উদ্যোগে আইইউবি অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইইউবি কর্তৃপক্ষ জানায়, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৭ শতাংশ পুরুষ এবং ৪৩ শতাংশ নারী। এদের মধ্যে ৬৮ শতাংশ ঢাকার বাসিন্দা, আর বাকি ৩২ শতাংশ বিভিন্ন জেলা থেকে এসেছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপ-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. শাহ এম ফারুক, স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ-এর ডিন অধ্যাপক ড. জে এম এ হান্নান, আইইউবির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সে’স-এর ডিন (ভারপ্রাপ্ত) ড. হাবীব বীন মুজাফফার, স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন এর পক্ষে ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের প্রধান অধ্যাপক ড. নওরিন রাহনুমা এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার মোনা রহমান।
এতে স্বাগত বক্তব্য দেন অ্যাডমিশন্স, ফিনানশিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স-এর পরিচালক লিমা চৌধুরী। উপস্থাপনায় ছিলেন অ্যাডমিশন্স-এর সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দে।
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে ওরিয়েন্টেশনের প্রথম অংশ শেষ হয়। এ সময় আগত অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্লাব অ্যাক্টিভিটিজ ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন স্টুডেন্টস অ্যাকটিভিটিজ বিভাগের প্রধান আতিফ এম. সাফি। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন ও পরিসেবা নিয়ে কথা বলেন মোনা রহমান।
আইইউবি মিউজিক ক্লাব ও আইইউবি ডান্স ক্লাবের প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।