বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ভাইরাল ছবিগুলো শবনম ফারিয়ার নয়

আপডেট : ২৮ মে ২০২৫, ২২:০৯

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নানা কারণেই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকায় অনেকেই তার সমালোচনা করেন। আবার নানা সময়ে ব্যক্তিগত সম্পর্ক ও নানা বিরূপ মন্তব্যের কারণে বিতর্কের মুখোমুখিও হয়েছেন তিনি।

সম্প্রতি প্রযুক্তি কারসাজির মাধ্যমে অভিনেত্রীকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে শবনম ফারিয়ার বেশ কিছু ছবি। ছবিগুলোর মধ্যে মুখের গড়ন ফারিয়ার মতো হলেও শারীরিক গঠনে পার্থক্য রয়েছে। তাই ফ্যাক্ট চেকার সংস্থা এটার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছে।

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো শবনম ফারিয়ার নয়। বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো তৈরি ও প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান। ছবি: সংগৃহীত

এই বিষয়ে অনুসন্ধানে ‘Nijal Nandaa’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২০ এপ্রিল প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর উল্লেখযোগ্য সাদৃশ্য পরিলক্ষিত হয়। মুখমণ্ডলের সামান্য পার্থক্য ছাড়া অন্যান্য উপাদানে ছবিগুলোর মধ্যে মিল দেখা যায়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান। ছবি: সংগৃহীত

প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে একই নারীর আরো অসংখ্য ছবি রয়েছে। বায়োতে তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।

অর্থাৎ ইন্টারনেট থেকে ওই নারীর ছবি সংগ্রহ করে তাতে এআই প্রযুক্তির মাধ্যমে শবনম ফারিয়ার মুখমণ্ডল বসানো হয়েছে।

ইত্তেফাক/এসএ