শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মোহামেডানকে ফিফার অভিনন্দন 

আপডেট : ২৯ মে ২০২৫, ১৪:১৮

২০০৭ সালে পেশাদার ফুটবলে প্রত্যাবর্তনের পর চলতি সৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমন অর্জনে গর্বিত ক্লাবের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে সমর্থকরা। দারুণভাবে ঐতিহাসিক শিরোপা উদযাপন করেছে মোহামেডান। 

লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এবার মোহামেডানকে অভিনন্দন জানিয়েছে বিশ্বফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল এই বিষয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে ভার্চুয়াল চিঠি পাঠিয়েছে ফিফা। 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর স্বাক্ষরিত চিঠিতে মোহামেডানের এমন অর্জনের ক্লাবের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে ক্লাবটির শিরোপা জয়কে বড় অর্জন বলে আখ্যায়িত করা হয়েছে। 

এছাড়াও দেশের ফুটবলে উন্নয়নে ভূমিকা রাখায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানানো হয়। এর আগে গেল ১৫ মে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হওয়া ফিফার ৭৫তম কংগ্রেসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফে বস।

ইত্তেফাক/জেডএইচ