মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো

আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৩৯

ঈদুল আজহার দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইনে রিটার্ন দাখিলের মেয়াদ ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। বৃহস্পতিবার (২৯ মে) এনবিআর এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।

প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কেনাবেচার যাবতীয় তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দিতে হয়। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইনে আয়কর রিটার্ন তথা ই-রিটার্ন দিতে করদাতাকে কাগজপত্র আপলোড করতে বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। যেমন সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়ের বা বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিলেই চলবে।

উল্লেখ্য, এনবিআরের হিসাব অনুসারে, বর্তমানে প্রায় ৫ লাখ ৮ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতি মাসে প্রায় চার লাখ প্রতিষ্ঠান রিটার্ন দেয়। এর মধ্যে তিন লাখের বেশি অনলাইনে রিটার্ন জমা পড়ে।

ইত্তেফাক/এমএএস