রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:০১

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (২৯ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসাধু উপয়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও তা দখলে রাখেন। ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা নিজ নামে ৬ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করেন।

ডা. মির্জা নাহিদা হোসেন নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে সর্বমোট ২৬ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করায় দুদক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামীদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

ইত্তেফাক/এমএস