বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মিডিয়ার হেডলাইন দেখে মন্তব্য করা যায় না: ইশরাক ইস্যুতে সিইসি

আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:৩৮

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত। মিডিয়ার হেডলাইন দেখে মন্তব্য করা যায় না।

বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, অ্যাপিলেড ডিভিশনের রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। রায় তো পাই নাই আমি। মিডিয়ার হেড লাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।

আপনারাদের আইনজীবি সেখানে ছিল? এই প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দীন বলেন, আইনজীবীর সঙ্গে কথা হয়নি।

ইশরাকের ইস্যুটি নিয়ে দফায় দফায় ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অন্যান্য কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকেরা সিইসিকে নানা প্রশ্ন করলে এড়িয়ে যান সিইসি।

ইত্তেফাক/এমএস