মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

আপডেট : ২৯ মে ২০২৫, ২০:৫৫

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় চলমান যুদ্ধ এবং দেশটির বর্তমান নেতৃত্বের নীতির কড়া সমালোচনা করেছেন। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগের মুখ থেকে তিনি আর ইসরায়েলকে রক্ষা করতে পারছেন না।

২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ওলমার্ট গাজায় ১১ সপ্তাহের মানবিক সহায়তা অবরোধ এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানির ওপর জোর দিয়ে বলেন, ‘এটা যদি যুদ্ধাপরাধ না হয়, তবে আর কী?’

তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মন্ত্রীদের কর্মকাণ্ডকে পাগলামি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন,গাজায় ইসরায়েল যেভাবে অভিযান চালাচ্ছে, তা সীমাহীন, নিষ্ঠুর এবং অপরাধমূলক হত্যাকাণ্ডের শামিল। যুদ্ধের শুরু থেকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের পক্ষে যুক্তি তুলে ধরলেও, এখন ওলমার্ট মনে করেন যে এই যুদ্ধ এক বছর আগেই শেষ হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমি আর এই যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার মতো অবস্থানে নেই।’

নেতানিয়াহু যুদ্ধাপরাধ করছেন বলে উল্লেখ করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ছবি: সংগৃহীত

হারেটজ পত্রিকায় প্রকাশিত তার একটি উপ-সম্পাদকীয়তেও তিনি সরাসরি লেখেন, ‘আমরা এখন গাজায় যা করছি তা ধ্বংসাত্মক যুদ্ধ। যেখানে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।’ ওলমার্ট বলেন, ‘এই সামরিক অভিযান আরও বৃদ্ধি করলে গাজায় আরো সাধারণ মানুষের মৃত্যু হবে, যা ইসরায়েলের কোনও প্রকৃত স্বার্থ রক্ষা করছে না।’ তিনি বলেন, ‘এই সরকার তাড়াতাড়ি ক্ষমতা থেকে সরে যাক, এটাই আমার কামনা।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ইসরায়েলের বেশিরভাগ মানুষ এই সরকারের নীতি ও কর্মকাণ্ডে ক্লান্ত। যা আমাদের দেশের নৈতিক ভিত্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে।’ জনমত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক একটি যুদ্ধবিরতির পক্ষে, যার মাধ্যমে গাজায় আটক ৫৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার পথ তৈরি হতে পারে।

যদিও নেতানিয়াহু পরিষ্কারভাবে বলেছেন, হামাস সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ওলমার্টের মতে, যুদ্ধ থামানোর একমাত্র পথ হতে পারে মার্কিন হস্তক্ষেপ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে পারেন। তথ্যসূত্র: সিএনএন

 

ইত্তেফাক/টিএস