বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ৭ এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:০১

নিম্নচাপের প্রভাবে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, উপকূল অতিক্রমের পর গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। শুক্রবার দুপুর নাগাদ এটি টাঙ্গাইলের স্থলভাগে অবস্থা করছে। গভীর নিম্নচাপটি আরও দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী রোববার থেকে কমে আসবে। এসময় দিনের তাপমাত্রা বাড়তে পারে।

ইত্তেফাক/এটিএন