রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

জাপানের প্রধানমন্ত্রীকে জুলাই গ্রাফিতি উপহার দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ৩০ মে ২০২৫, ১৫:০৩

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রীর হাতে ‘জুলাই গ্রাফিতি’র শিল্পভিত্তিক বই আর্ট অব ট্রিয়াম্ফ উপহার হিসেবে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

শুক্রবার (৩০ মে) টোকিওতে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন তিনি। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান-বাংলাদেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন।

ইত্তেফাক/এনএন