শুক্রবার (৩০ মে) পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সংঘাত শুরুর আগে ভারত ও পাকিস্তান সীমান্তে যত সেনা ছিল, বর্তমানে পূর্বের সেই অবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের কাছাকাছি আছে দুই দেশ। তবে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত ভবিষ্যতে বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
মির্জা বলেন, পরিস্থিতি এখন অনেকটা আগের অবস্থায় ফিরে এসেছে এবং দুই দেশই সীমান্ত থেকে সেনা কমানোর দিকে এগোচ্ছে। ‘আমরা ২২শে এপ্রিলের পূর্ববর্তী পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি,’ বলেন তিনি।
এবারের সংঘাত কেবল কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল না—উভয় পক্ষই মূল ভূখণ্ডে সামরিক স্থাপনায় আঘাত হানে। যদিও বড় ক্ষয়ক্ষতির কথা কেউ স্বীকার করেনি, তবে মির্জা এটিকে একটি ‘বিপজ্জনক প্রবণতা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ভবিষ্যতে যদি এমন সংঘাত হয়, তা পুরো ভারত এবং পাকিস্তানে ছড়িয়ে পরতে পারে।
সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও, মির্জা বলেন যে সংকটকালীন সময়গুলোতে কৌশলগত ভুলের সম্ভাবনা থাকে। ‘এবার কিছুই ঘটেনি, তবে আপনি কখনোই কৌশলগত ভুল হিসাব উড়িয়ে দিতে পারবেন না।’
তিনি আরও বলেন, এবারের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে পর্দার আড়ালের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও ভারত এ ধরনের তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করেছে, বরং দ্বিপাক্ষিক আলোচনার ওপরেই জোর দিয়েছে।
জেনারেল মির্জা জানান, পাকিস্তান সংলাপে আগ্রহী হলেও বর্তমানে দুই দেশের মধ্যে শুধুমাত্র সামরিক হটলাইন ছাড়া কোনো সরাসরি যোগাযোগ নেই। তিনি বলেন, ‘এই সমস্যাগুলি টেবিলে বসেই সমাধান করা সম্ভব, যুদ্ধক্ষেত্রে নয়।’ তিনি আরও জানান, ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তার নেই, যদিও দু’জনেই বর্তমানে সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশ নিচ্ছেন।
এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘যদি আলোচনা হয়, তবে তা কেবল সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।’ তিনি আরও বলেন, ‘যদি পাকিস্তান সত্যিই আলোচনা চায়, তাহলে সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দেওয়া উচিত।’
সামগ্রিকভাবে, সীমান্তে উত্তেজনা আপাতদৃষ্টিতে কমলেও দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি, কৌশলগত ভুল এবং রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তথ্যসূত্র: রয়টার্স, সংবাদমাধ্যম ডন