মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

আপডেট : ৩১ মে ২০২৫, ১৪:৪১

কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে খোকসার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় রাস্তার পাশে উল্টে পড়ে বাসটি এবং ট্রাকটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্মীরা। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ধরে শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। পরে উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ও হাইওয়ের কর্তৃপক্ষ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ট্রাক ও বাসটি। অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিমসহ খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছি আমরা। খাদে পানির মধ্যে এখনো বাসটি পড়ে আছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় কেউ নিহত হননি। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা।

ইত্তেফাক/কেএইচ/এনটিএম