শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ঢাবিতে রেইনকোট বিতরণ

আপডেট : ৩১ মে ২০২৫, ২৩:০৯

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমীনের নেতৃত্বে ঢাবিতে রেইনকোট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। 

শনিবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ব্যানারে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করে। 

এবিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল। তাঁর আদর্শ ও মানবিক চিন্তাধারাকে স্মরণ করে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছি। বর্ষাকালে রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুররা ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়ে—তাদের পাশে দাঁড়ানোই জিয়ার দর্শন অনুসরণের প্রকৃত প্রয়াস।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিকসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুন, সূর্যসেন হল ছাত্রদলের সংস্কৃতি সম্পাদক সামিউল আমিন গালিব, জিয়া হলের শিক্ষার্থী  রায়হান আহমেদ, আদনান শাহরিয়ার, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, শাহিদুর রহমান, সুফি আহমেদ, মুজিব হলের সাদমান সাকিব, আবদুল্লাহ আল নোমান, রিজভী আহমেদ প্রমুখ।

ইত্তেফাক/এমএএম