মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইশরাকের শপথ: আদালতের আদেশের কপি ইসিতে

আপডেট : ০১ জুন ২০২৫, ২৩:৫০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। আদালতের কপি আগামীকাল সোমবার কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই দিন নির্বাচন কমিশনে এ বৈঠক হতে পারে এবং এরপরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (১ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে ইসি সচিবালয় এ সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে।

এর আগে বিকেলে তিনি বলেছিলেন, ইশরাকের বিষয়েও আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসির কর্মকর্তারা জানান, সোমবার নির্বাচন কমিশনের এই আদেশের কপি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এদিকে, জামায়াতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কমিশনে পৌঁছায়নি বলে জানান ইসি সচিব।

ইত্তেফাক/এমএএম