রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১ জুন) রাতে কাজলা এলাকার স্বপ্না মার্কেটে ‘মায়ের দোয়া হোটেলে’ এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইয়াসিন। তিনি চাঁদপুর সদরের বাগাদি এলাকার মো. আবুল বাশারের ছেলে।
ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার স্বামী হোটেলটির মালিক। খালাতো দুলাভাই আলামিনের কাছে আমার স্বামী ১০ হাজার টাকা পেত। রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আলামিন আমার স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে আমার স্বামী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ইয়াসিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।