শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মা হলেন ‘হীরামন্ডি’র সেই আলমজেব

আপডেট : ০২ জুন ২০২৫, ১১:০২

ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে আলমজেব চরিত্রের কথা মনে আছে নিশ্চিই! দর্শকপ্রিয় এ চরিত্রে অভিনয় করেছিলেন শারমিন সেগাল। ‘হীরামন্ডি’ সিরিজটি মুক্তির পরই বিয়ে করেন সঞ্জয় লীলা বনসালির এই নায়িকা। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন তিনি। এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেনশারমিন সেগাল। ‘হীরামন্ডি’ সিরিজের পর আর কোনো ছবি কিংবা সিরিজে দেখা যায়নি তাকে। নিজেকে যেন গুটিয়ে নেন খানিক।

তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানননি। তবে শোনা যাচ্ছে, গত ২৮ মে মুম্বাইয়ে সন্তানের জন্ম দিয়েছেন শারমিন।

যদিও তিনি বা তার স্বামী কেউই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শারমিনের স্বামী অমনের রয়েছে অঢেল সম্পত্তি; ৫৩,৮০০ কোটি রুপির মালিক তিনি।

শারমিন সেগাল বড় পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। পরিচালক সঞ্জয় লীলা ভানশালী তার মামা হন। এছাড়াও মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত।

তবে শারমিনের পর্দায় আসেন মূলত মামা ভানশালীর হাত ধরেই। যদিও সিরিজটিতে কাজ ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল শারমিনকে।

ইত্তেফাক/পিএস