শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেনে বিশেষ নজর রাখছে র‍্যাব

আপডেট : ০৩ জুন ২০২৫, ১৪:১৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন এবং জনসমাগম ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।

এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে মঙ্গলবার (৩ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল টাকা ছড়ানোর আশঙ্কা থাকায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। হাটে স্থাপিত র‌্যাব কন্ট্রোল রুমে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন, যেখানে সাধারণ জনগণ সেবা নিতে পারবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রম এবং তাদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যহত আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে র‌্যাব মোতায়েন করছে বিশেষ টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য। একই সঙ্গে নারীদের উত্যক্ত করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট চালানো হবে।

র‌্যাব জানায়, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ বা অসুস্থ গবাদি পশুর বিরুদ্ধেও নজরদারি চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হাটের হাসিল নির্ধারিত তালিকায় প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হবে এবং অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে র‌্যাবের তৎপরতা চলমান থাকবে।

বর্তমানে অনলাইনে কোরবানির পশু কেনাবেচা বাড়ায় প্রতারণা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রতারণার শিকার হলে র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

এছাড়া, পশুর চামড়ার বাজার ধস নামাতে চক্রান্তকারী সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সড়কপথে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে বাড়ানো হয়েছে র‌্যাবের টহল ও নজরদারি। পাশাপাশি, এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোর মতো ঘটনাও প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ঈদ-উল-আজহাকে সামনে রেখে দেশের প্রতিটি পশুর হাট, জনবহুল স্থান এবং সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের মানুষকে নির্ভয়ে কোরবানির ঈদ উদযাপন করতে সহায়তা করতে র‌্যাব সদা প্রস্তুত।’ সব ধরনের সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইত্তেফাক/এটিএন