বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ, কক্সবাজার-টেকনাফ সড়কে তীব্র যানজট

আপডেট : ০৩ জুন ২০২৫, ১৪:৩৬

তহবিল সংকট প্রকট আকার ধারণ করায় টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১ হাজার ২০০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনার জেরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। এতে ওই সড়কে প্রায় ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের কোট বাজার ও হোয়াইক্যং উনচিপ্রাংয় এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দুপুর ২টার দিকে এর রিপোর্ট লিখা পর্যন্ত সড়ক ছেড়ে যাননি শিক্ষকরা। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তহবিল সংকট প্রকট আকার ধারণ করায় সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১ হাজার ২০০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে ক্যাম্পে দীর্ঘদিন ধরে ‘লার্নিং স্কুল’ পরিচালনা করে আসছে। ইউনিসেফের তহবিলে দেশীয় বেশ কয়েকটি এনজিও প্রকল্পের মাধ্যমে স্কুলগুলো চালাচ্ছিল। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিদ্যায়তনে ৮ হাজার শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার বাঙালি ও ৪ হাজার রোহিঙ্গা শিক্ষক। এদের মধ্যে বৃহস্পতিবার আকস্মিকভাবে ১ হাজার ২০০ বাঙালি শিক্ষককে চাকরিচ্যুতির বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিনা নোটিশে চাকরি হারানোর প্রতিবাদে রোববার উখিয়া ও টেকনাফে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত শিক্ষকরা। এরই ধরাবাহিকতায় মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন তারা। এতে সড়কের প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে শত শত যানবাহন।

উনচিপ্রাংয়ের আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, রোহিঙ্গা শিশুদের নিয়ে ক্যাম্পে পরিচালিত স্কুল থেকে রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করেছেন। আমরা এর আগেও চাকরি ফিরে পেতে আন্দোলন করেছি। এখনও আমাদের চাকরি ফিরিয়ে পাইনি তাই আন্দোলন করছি।

কোট বাজারের  আন্দোলনকারী শিক্ষার বোরহান উদ্দিন বলেন, আমরা চাকরি ফিরে পেতে শরনার্থী কমিশনারসহ এনজিও সংস্থার কর্মকর্তাদের এর আগে বহুবার বলেছি। সংশ্লিষ্টরা বারবার অর্থ সংকট দেখিয়ে যাচ্ছে। কোনোভাবেই চাকরি ফিরিয়ে দিচ্ছে না। তাই রাজপথে আন্দোলন করছি।

এদিকে এই কর্মসূচিকে ঘিরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুপুর ২টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়কে প্রায় ৩ কিলোমিটাজুড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক আব্দুল করিম বলেন, গাড়ি নিয়ে সকাল থেকে রাস্তায় বসে আছি। প্রায় কক্সবাজার-টেকনাফ লিঙ্ক রোডের প্রায় ৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। রোগী আনার জন্য রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। কিন্তু আটকে পড়েছি। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় শিক্ষকরা যে আন্দোলন করছে সেটি ঊর্ধ্বতন কতৃপক্ষে জানানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এখনও ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ইত্তেফাক/এপি