শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের লেন্সে বিশ্ব গ্ল্যামার

আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:৫২

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় যখন বিশ্বের নামজাদা তারকারা একে একে উপস্থিত হচ্ছিলেন, ঠিক তখনই বাংলাদেশের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন দুনিয়ার রঙিন বাস্তবতাকে ফ্রেম বন্দি করছিলেন নান্দনিক সৃষ্টিশীলতায়। 

টম ক্রুজ: হলিউড অ্যাকশন কিংবদন্তি, যিনি এক ঝলকে উপস্থিত হয়েই আলোড়ন তোলেন। ছবি: সাজ্জাদ হোসেন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে একজন বাংলাদেশি চিত্র সাংবাদিকের সরাসরি উপস্থিতি এবং কাভারেজ এবারই প্রথম।

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো।

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো।

সাজ্জাদ হোসেন একজন অভিজ্ঞ ও পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক। যিনি ২০২১ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার অর্জন করেন। কান উৎসব ২০২৫-এ তার অংশগ্রহণ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের চিত্র সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো।

একজন বাংলাদেশি অনলাইন ফটোসাংবাদিক হিসেবে সরাসরি কান উৎসব কাভার করার ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। সাজ্জাদ হোসেন তার অভিজ্ঞতা ও তোলা ছবির মাধ্যমে প্রমাণ করেছেন, বাংলাদেশের চোখও বিশ্বমঞ্চে সমান সংবেদনশীল, শৈল্পিক ও প্রাসঙ্গিক।

নাটালি পোর্টম্যান: ‘Arco’ ও ‘Fountain of Youth’ চলচ্চিত্র নিয়ে আলোচনায় ছিলেন তিনি। লালগালিচায় তার স্নিগ্ধ উপস্থিতি। ছবি: সাজ্জাদ হোসেনi

তার তোলা ছবিগুলো শুধু গ্ল্যামারের নয় বরং সময়ের প্রামাণ্য দলিল। ছবির ফ্রেমে ধরা পড়েছে কান উৎসবের অন্তর্জগৎ। যা সাধারণ দর্শকের চোখের আড়ালে থাকে।

বোমান ইরানি ও অনুপম খের: বলিউডের এই দুই বর্ষীয়ান অভিনেতাকে দেখা গেছে বিভিন্ন প্রিমিয়ার ও সেশনে। ছবি: সাজ্জাদ হোসেন

এছাড়াও সাজ্জাদের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কাজ রয়েছে।

ইত্তেফাক/এসএ