শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ভারত থেকে আমদানি করা হলো ৯৫ মহিষ

আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:১৬

ভারতের হরিয়ানা প্রদেশ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯৫ টি মহিষ আমদানি করা হয়েছে। ৮৫ টি মহিষের মধ্যে দুধ উৎপাদনের জন্য ৫৫ টি বড় ও প্রজননের জন্য ৪০ টি বাছুর রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে মহিষের ট্রাক।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, সাভার প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেছে। আমদানিতে সহযোগিতা করে ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। 

মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস, বন্দর ও প্রাণিসম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ। পরে মহিষগুলো সাভারে ঢাকা প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হয়েছে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো বন্দরে ঢোকার পর স্বাস্থ্য পরীক্ষা করে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএস