নিখোঁজের দুই দিন পর মাগুরায় নিজ বাড়ির টিনের চালের ওপর পড়ে থাকা এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) রাত ৮টার দিকে পৌরসভার তাঁতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার দিবাগত রাত ১০টার পর থেকে ওই তরুণ নিখোঁজ ছিলেন। নিহত তরুণের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে বলে জানা গেছে।
নিহত তরুণের নাম আমীন উদ্দিন ওরফে আল আমীন (১৯)। তিনি পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য তবিবুর রহমানের ছেলে। আমীন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ওই তরুণ নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর পর থেকে তাকে খোঁজাখুঁজি চলছিল। মঙ্গলবার দুপুরের পর পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত তরুণের পরিবার যে বাড়িতে থাকে সেটা একতলা পাকা বাড়ি। এই বাড়ির দেয়াল ঘেঁষেই ছিল তাদের আরেকটি টিনের ঘর। লাশটি ওই টিনের ঘরের চালার ওপর পড়ে ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, লাশ ফুলে গেছে ও পচন ধরেছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব হচ্ছে না। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।