শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪:৪৫

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা চালক,যাত্রীসহ অপহৃত ৫ জনকে অপহরণের ঘটনায় উদ্ধারে অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। 

বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের গহীন  পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার মেজর মো.নাজমুল ইসলাম।

তিনি জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে অপহৃতদের উদ্ধারে এবং অপহরণ কারীদের ধরতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনা কালে কাউকে আটক বা অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ভিকটিমদের উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার সকালে হোয়াইক্যং-শামলাপু সড়ক দিয়ে বাহার ছড়া গামী একটি অটোরিকশা থেকে চালক ও বাহার ছড়া এলাকায় মাছ কিনতে যাওয়া চার রোহিঙ্গাসহ ৫ জনকে ডাকাত দল সড়কের মাঝপথ থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

ইত্তেফাক/এপি