বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলে সবার আগে আসে হামজা চৌধুরীর নামটা। দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে, তার বড় একটা কারণ হচ্ছেন হামজা চৌধুরী। দেশের মাটিতে আজ (৪ জুন) প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের।
ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন হামজা, সেইসঙ্গে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে।
দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ঘরের মাঠে প্রথমবারের মতো খেললেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম। পুরোটা সময়জুড়ে দর্শকদের স্লোগানে মুখরিত ছিল গ্যালারি।
জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে ম্যাচে সবার নজর ছিলো হামজা ও ফাহামেদুলে ওপরেই। তারা দুজন অবশ্য হতাশ করেননি সমর্থকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামালের অ্যাসিস্ট থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও এটা তার প্রথম গোল।
সবশেষ দেখায় গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।