শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তায় কোস্ট গার্ড

আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪:২১

কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাত্রীরা যেন ঘরে ফিরতে পারে এজন্য নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটে নজরদারি বাড়ানোসহ নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে কোস্ট গার্ডের ঈদকেন্দ্রীক ব্যাপক তৎপরতা দেখা যায়। টার্মিনালে আসা সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগ, লাগেজ তল্লাশির পাশাপাশি যাত্রী, লঞ্চ শ্রমিক, চালকদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথা শোনেন কোস্ট গার্ডের ঢাকা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সদরঘাট টার্মিনালে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লে. বি এম তানজীমুল ইসলাম বলেন, 'ঢাকা জোন ছাড়াও, খুলনা, চট্টগ্রাম ও মোংলা জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ নৌরুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড।'

বিশেষ করে ঢাকা-চাঁদপুর-বরিশাল রুট, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী এবং গজারিয়া, ধরিশা, রূপসা, কর্ণফুলী, মোংলা, ভোলা ও বরিশালের লঞ্চঘাটগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নৌযান তল্লাশি করা হচ্ছে।

তানজীমুল ইসলাম জানান, নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে প্রতিনিয়ত লিফলেট বিতরণ, মাইকিং এবং ঘাটে উপস্থিত যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করছে কোস্ট গার্ডের সদস্যরা।
 
সংবাদ সম্মেলনে লে. বি এম তানজীমুল ইসলাম আরও জানান, ঈদ উপলক্ষ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে কোস্ট গার্ডের সদস্যরা। ঈদের আগে-পরে ২৪ ঘণ্টাই এই কার্যক্রম চলবে, যাতে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে নৌযাত্রা করতে পারেন।

ইত্তেফাক/টিএইচ