বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ০৫ জুন ২০২৫, ২০:৫৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পাশে নিম গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি।’

তিনি  জানান, দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান,  বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা জাহিদ।

ইত্তেফাক/এনএন